মাঝরাতে সদরঘাটে গ্যাসলাইনে আগুন, আতঙ্ক এলাকায়

ওয়াসার নির্বিচার খোঁড়াখুড়ি

মধ্যরাতে ওয়াসার কাজ চলাকালে গ্যাসের লাইনে আগুন লেগে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে চট্টগ্রাম নগরীর সদরঘাট রোড এলাকায়। রোববার (১৭ নভেম্বর) রাত ১২টার দিকে সদরঘাট থানার মেমন মাতৃসদন হাসপাতালের প্রবেশমুখে গ্যাসলাইনে আগুন লাগার এ ঘটনা ঘটেছে।

সদরঘাট রোডের মেমন হাসপাতালের সামনে চট্টগ্রাম ওয়াসার ঠিকাদাররা রাস্তা খোঁড়াখুড়ির কাজ করছিল। এ সময় মাটি কাটার একটি যন্ত্র দিয়ে সেখানে মাটি সরানোর কাজ চলছিল। নির্বিচার খোঁড়াখুড়িতে এ সময় হঠাৎ গ্যাসলাইন কেটে গিয়ে আগুন ধরে যায়।

চট্টগ্রাম নগরীর সদরঘাট রোডে গ্যাসলাইনে আগুন লাগার ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরীর সদরঘাট রোডে গ্যাসলাইনে আগুন লাগার ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোলার।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসিম উদ্দীন বলেন, ওয়াসার কাজ চলাকালে গ্যাসের লাইন থেকে আগুন লাগে। রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

চট্টগ্রাম ওয়াসার ঠিকাদাররা রাস্তা খোঁড়াখুড়ির কাজ করছিল।
চট্টগ্রাম ওয়াসার ঠিকাদাররা রাস্তা খোঁড়াখুড়ির কাজ করছিল।

প্রত্যক্ষদর্শী আব্দুল মজিদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, হাসপাতাল থেকে বাসায় যাওয়ার সময় নিচে নামলে দেখি হঠাৎ অগ্নিকাণ্ডে লোকজন আতংকে ছুটাছুটি করছিল। আগুনের লেলিহান শিখা ওপরের দিকে উঠলে সেখানে কর্মরত শ্রমিকেরা এতে মাটি ঢেলে দেয়। মাটি ঢালার পরও তা ভেদ করে আগুন জ্বলতে থাকে। এর ফলে হাসপাতালে রোগীর স্বজনরাও ভয়ে দৌড়াদোড়ি করছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকদের জানালে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

এনজে/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!