মাজারের খাদেম পাহাড় কাটেন, ৬ মাসের সাজা

চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায় ঐতিহাসিক শাহ ওমর (রা.) এর মাজারের পাহাড় কেটে জমি ভরাট করার দায়ে মাজারের খাদেম মাওলানা ইদ্রিস আহমদকে (৫৫) ৬ মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় চকরিয়ার সহাকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এ সাজা দেন।

মঙ্গলবার থেকে কাকারা ইউনিয়নের মাজার এলাকায় পাহাড় কেটে নিজ জমিতে মাটি ভরাট করছিলেন মাজারের খাদেম ইদ্রিস।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘বুধবার সকালে খবর পেয়েছি খাদেম ইদ্রিস মাজারের পাহাড় কেটে নিজ জমিতে মাটি ভরাট করছিলেন। পরে ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাটের কাজে ব্যবহৃত স্কেভেটর ও দুটি ডাম্পার ট্রাক জব্দ করা হয় এবং আটক করা হয় মাজারের খাদেমকে। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা দেওয়া হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!