মাছের দাম বাড়তি কাজির দেউড়িতে, কম রিয়াজুদ্দিন বাজারে

বাজার পরিক্রমা

চট্টগ্রামে বেড়েছে সব ধরনের মাছের দাম। তবে কাজির দেউড়ি বাজারে বেশি দামে মাছ বিক্রি হলেও এর চেয়ে কম দামে মাছ বিক্রি হচ্ছে রিয়াজউদ্দিন বাজারে। বুধবার (২১ আগস্ট) বিকেলে নগরীর দুটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রিয়াজউদ্দিন বাজার
নগরীর সবচেয়ে বড়ো এ বাজারে বড় বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫২০ টাকা, ছোট বাগদা চিংড়ি ৪৫০ টাকা, লইট্যা চিংড়ি প্রতি কেজি ৪২০ টাকা, বড় গলদা চিংড়ি ১ হাজার ৫০ টাকা, ছোট গলদা চিংড়ি প্রতি কেজি ৭৫০ টাকা, বড় ইলিশ ৮০০ টাকা, ছোট ইলিশ ৩৫০ টাকা৤

অন্যদিকে পাবদা মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৭০ টাকা, কার্পজাতীয় মাছ প্রতি কেজি ১২০ টাকা, বড় পোপা মাছ ৭২০ টাকা, রূপচাঁদা কেজিপ্রতি ৩২০ টাকা, রুই কেজিপ্রতি ২৩০ টাকা থেকে বেড়ে ২৫০ টাকা ও তেলাপিয়া ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রিয়াজউদ্দিন বাজারের মাছ বিক্রেতা বাসুদেব বলেন, ‘কোরবানির ছুটিতে সাগর থেকে মাছের আমদানি বেড়েছে৤ তাই দাম কমে গেছে।’

আরিফ হোসাইন নামে এক ক্রেতা বলেন, ‘মাছের দাম কিছুদিন বেড়ে যায়, আবার কিছুদিন কমে। একেক বিক্রেতা একেক দামে মাছ বিক্রি করেন। তাই আমাদের ওই দামেই কিনতে হয়। কিছু তো করার নেই।’

কাজির দেউড়ি বাজার
নগরীর স্টেডিয়াম এলাকায় অবস্থিত এ বাজারে বড় গলদা চিংড়ি বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকা, বাগদা চিংড়ি ৭৫০ টাকা, ইলিশ মাছ প্রতি কেজি ৮৫০-৯০০ টাকা, রুই প্রতি কেজি ২৬০ টাকা, রূপচাঁদা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫০ টাকা, ফিশিং রূপচাঁদা কেজি প্রতি ১ হাজার টাকা, কোরাল প্রতি কেজি ৫৫০ টাকা, তেলাপিয়া কেজি প্রতি ১৪০ টাকা, পোয়া মাছ প্রতি কেজি ৩৩০ টাকা, পাবদা প্রতি কেজি ৪৫০ টাকা ও বোয়াল মাছ বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়।

কাজির দেউড়ি বাজারের মাছ বিক্রেতা আবুল হাশেম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কোরবানির ঈদের পর এ সপ্তাহে মাছের চাহিদা বেড়েছে। তাই বাজারে এখন মাছের দামও বাড়তি। তাছাড়া চাহিদামতোই মাছের দাম বাড়ে আর কমে। আমরাও ওই নিয়মে বিক্রি করি।’

ফিরোজা বেগম নামে এক ক্রেতা বলেন, ‘আগের চেয়ে বাজারে মাছের দাম বেড়েছে। দিন দিন বেড়েই চলছে। বাজার মনিটরিং করা দরকার।’

এএইচ/

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!