মাউশির টিস্যু বক্সে মুজিববর্ষের লোগো, নওফেলের হুঁশিয়ারি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশজুড়ে সাজ সাজ রব। বঙ্গবন্ধুর মুখোশ পরে শিক্ষামন্ত্রী দীপুমনিকে স্বাগত জানানোর ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করার পর এবার তৈরি হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) টিস্যু বক্সের একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেই ছবিতে রয়েছে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ‘মুজিববর্ষের’ লোগো। মাউশির লোগো সম্বলিত টিস্যু পেপার বক্সে মুজিববর্ষের লোগো লাগানো নিয়ে ফেসবুকে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি নজরে এসেছে শিক্ষাউপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলেরও। আর তাতেই হুঁশিয়ারি বার্তা দিলেন ফেসবুকে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এই বিষয়ে নিচের ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে উপমন্ত্রী লিখেছেন, ‘মুজিববর্ষের লোগো অনাকাঙ্ক্ষিতভাবে যত্রতত্রভাবে প্রিন্ট করার একটি ঘটনা যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে হয়েছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা ইতিমধ্যে এই প্রিন্টের বক্সগুলো বাজেয়াপ্ত করেছি এবং এর পিছনে কে সেটি জানাতে বলেছি। পরিকল্পিতভাবে এই কাজ করা হয়ে থাকলে অবশ্যই শাস্তি পেতেই হবে। আমাদের সমাজ, প্রশাসন, রাজনীতিক পরিমন্ডলের সবখানেই অবিবেচক আর অতিউৎসাহীর কোনো কমতি নাই। পাশাপাশি অপরাজনৈতিক শক্তির দোসররা তো আছেই! এরা চাইবে যে কোনো ভাবে প্রশ্নবিদ্ধ করতে, বিতর্ক সৃষ্টি করতে। এই চ্যালেঞ্জটি আমাদের আছেই। এই বিশাল প্রশাসনের কোথায় কে কোন বিতর্ক ঘটিয়ে ফেলেছে তা আগে থেকে নিয়ন্ত্রণ কঠিন। তাই দৃষ্টান্তমূলক শাস্তি আর ব্যবস্থা নিয়েই আমাদের এগোতে হবে।’

মহিবুল হাসান চৌধুরী আরও লিখেছেন, ‘সকলের অবগতির জন্য আমরা জানাচ্ছি মুজিববর্ষের আনুষ্ঠানিকতা কার্যক্রম, ইত্যাদির দিকনির্দেশনা দেয়ার জন্য একটি জাতীয় বাস্তবায়ন কমিটি আছে। এর প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এই কমিটি কর্তৃক নির্দেশিত কাজের বাইরে কিছু করতে চাইলে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন দুস্থ, গৃহহীন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কল্যানমূলক কিছু করতে, যেমন তাদের জন্য গৃহনির্মাণ। এতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় তার সাধারণ মানুষের জন্য যেই সমান অধিকারের দেশ তিনি রেখে যেতে চেয়েছিলেন, তা বাস্তবায়নের পথে আমরা অনেক দুর এগুতে পারবো। সুতরাং অতিউৎসাহীরা সাবধান!’

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!