মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নুরুল কাদের প্রকাশ রানা ডাকাত (৩৪) নিহত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে মাতারবাড়ির সাইরার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ সাতটি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত রানা তালিকাভুক্ত জলদস্যু ছিল। তিনি মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের সাপমারার ডেইল গ্রামের নুরুল হকের ছেলে।

র‌্যাবের দাবি, নিহত রানা ডাকাতের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও সাগরে দস্যুতারসহ নানা অপরাধে অসংখ্য মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাশকুর রহমান। তিনি বলেন, ‘সোমবার ভোরে মহেশখালী থানার মাতারবাড়ির সাইরার ডেইল এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে দস্যু নুরুল কাদের রানাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ সাতটি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘নুরুল কাদের রানা বঙ্গোপসাগর এলাকার একজন ‘কুখ্যাত’ দস্যু। গত ২৬ আগস্ট নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা-বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা তিনি।’

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘মাতারবাড়ির সাইরার ডেইল এলাকায় থেকে গুলিবিদ্ধ জলদস্যু রানার ডাকাতের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!