মহেশখালীতে জনসচেতনতায় সমাবেশ

মহেশখালীতে থানা পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় ছোট মহেশখালীর ঠাকুরতলা চৌ-রাস্তার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসি তদন্ত সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জিহাদ বীন আলী, আওয়ামীলীগ নেতা ব্রজগোপাল ঘোষ, মাহাবুব আলম, সাংবাদিক আবুল বশর পারভেজ ও এএসআই জুয়েল রানা। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এমরান উল্লাহ।

সমাবেশে বক্তারা বলেন, সুষ্ঠু সমাজ গঠনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহমুক্ত যুব সমাজ গড়ে তুলতে হবে এবং যৌতুকের বিরুদ্ধে নিজ নিজ বাড়ি থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!