মহিলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে সার্জেন্টের হাতাহাতি কর্ণফুলীতে

মোটরসাইকেল থেকে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের কর্ণফুলীতে মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগমের সঙ্গে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোস্তাফিজের হাতাহাতি ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় অবরুদ্ধ ছিলেন পুলিশ সার্জেন্ট।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মইজ্জারটেক থেকে বাসায় ফিরছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগমের স্বামী আবুল কাশেম ভূঁইয়া। সেখানে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান তাকে গতিরোধ করে গাড়ির কাগজপত্র দেখাতে বলেন। তিনি কাগজপত্রের ফটোকপি দেখালেও সার্জেন্ট মূল কাগজ আনতে বলে চাঁদা দাবী করলে সেখানে উপস্থিত হন বানাজা বেগম। সঙ্গে সঙ্গে হাতাহাতিতে জড়ান দুজনে। ওই সময় স্থানীয় লোকজন এসে জড়ো হলে অবরুদ্ধ হয়ে পড়েন সার্জেন্ট মোস্তাফিজ। খবর পেয়ে কর্ণফুলী সার্কেলের এসি জাহেদুল ইসলাম, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মোস্তফা মামুন গিয়ে সার্জেন্টকে নিয়ে পুলিশ বক্সে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে বানাজা বেগম বলেন, ‘সার্জেন্ট কাগজপত্র দেখার কথা বলে চাঁদা দাবী করলে লোকজন তাকে অবরুদ্ধ হয়ে করে’

সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বলেন, আমি তার কাছ থেকে চাঁদা চাইনি। শুধুমাত্র কাগজপত্র চাইতে গেলে এ ঘটনা ঘটে।

কর্ণফুলী সার্কেলের সহকারী কমিশনার (এসি) জাহেদুল ইসলাম বলেন, ‘ঘটনাটির সমাধান হয়েছে। এটি ভুল বোঝাবুঝি ছিলো।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!