ছবিতে চট্টগ্রাম মহানগরীর পানিবন্দি জীবন

টানা কয়েক ঘন্টা বৃষ্টির পানিতে নগরীর বুকে সৃষ্টি হয়েছে বন্যার। ভারি বর্ষণে সড়কগুলো তলিয়ে গেছে পানিতে। যানবাহনগুলো যেন ভাসছে বৃষ্টির পানিতে। সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক, চাকরিজীবী ও নিম্নআয়ের মানুষের ভোগান্তির শেষ নেই।

জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নিমতলা, সিইপিজেড গেইট, আকমল আলী ও কাটগড় এলাকায়।
জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নিমতলা, সিইপিজেড গেইট, আকমল আলী ও কাটগড় এলাকায়।
চকবাজার এলাকায় পানিবন্দি জীবন। ঘর থেকে বের হওয়ার উপায় নেই।
চকবাজার এলাকায় পানিবন্দি জীবন। ঘর থেকে বের হওয়ার উপায় নেই।
জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নিমতলা, সিইপিজেড গেইট, আকমল আলী ও কাটগড় এলাকায়।
জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নিমতলা, সিইপিজেড গেইট, আকমল আলী ও কাটগড় এলাকায়।
বন্দর থেকে কাটগড় পযন্ত দীর্ঘ যানজটের কবলে মানুষ।
বন্দর থেকে কাটগড় পযন্ত দীর্ঘ যানজটের কবলে মানুষ।
বিরূপ আবহাওয়ার মধ্যে জীবিকার তাগিদে পথে নামা মানুষকে যানবাহন না পেয়ে কষ্টে ভুগতে হচ্ছে। সল্টগোলা ও ইপিজেড এলাকা থেকে তোলা ছবি।
বিরূপ আবহাওয়ার মধ্যে জীবিকার তাগিদে পথে নামা মানুষকে যানবাহন না পেয়ে কষ্টে ভুগতে হচ্ছে। সল্টগোলা ও ইপিজেড এলাকা থেকে তোলা ছবি।
বিরূপ আবহাওয়ার মধ্যে জীবিকার তাগিদে পথে নামা মানুষকে যানবাহন না পেয়ে কষ্টে ভুগতে হচ্ছে। সল্টগোলা ও ইপিজেড এলাকা থেকে তোলা ছবি।
বিরূপ আবহাওয়ার মধ্যে জীবিকার তাগিদে পথে নামা মানুষকে যানবাহন না পেয়ে কষ্টে ভুগতে হচ্ছে। সল্টগোলা ও ইপিজেড এলাকা থেকে তোলা ছবি।
কোমরসমান পানিতে ডুবে আছে প্রবর্তক মোড়।
কোমরসমান পানিতে ডুবে আছে প্রবর্তক মোড়।
রেয়াজউদ্দিন বাজার তিন পোল মাথায় তবু থেমে নেই শ্রমজীবী মানুষের সংগ্রাম।
রেয়াজউদ্দিন বাজার তিন পোল মাথায় তবু থেমে নেই শ্রমজীবী মানুষের সংগ্রাম।
কোমরসমান পানিতে ডুবে আছে প্রবর্তক মোড়।
কোমরসমান পানিতে ডুবে আছে প্রবর্তক মোড়।
মুরাদপুরে বরাবরের মতোই করুণ অবস্থা। বৃষ্টি হলেই হাঁটু পানি।
মুরাদপুরে বরাবরের মতোই করুণ অবস্থা। বৃষ্টি হলেই হাঁটু পানি।
খুলশী সংলগ্ন বিশাল অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে।
খুলশী সংলগ্ন বিশাল অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে।
জামালখান সড়কের পাশের গলিতে ঝুপড়িঘরে রেইনট্রি গাছ পড়েছে।
জামালখান সড়কের পাশের গলিতে ঝুপড়িঘরে রেইনট্রি গাছ পড়েছে।
চট্টগ্রামের মোমিন রোডের হেমসেন লেইনে ধসে পড়েছে দেয়াল।
চট্টগ্রামের মোমিন রোডের হেমসেন লেইনে ধসে পড়েছে দেয়াল।
ছবিতে চট্টগ্রাম মহানগরীর পানিবন্দি জীবন 1
জলমগ্ন চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজার এলাকা।
পানি জমে তলিয়ে গেছে প্রবর্তক মোড় এলাকা।
পানি জমে তলিয়ে গেছে প্রবর্তক মোড় এলাকা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!