মসজিদে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা নেওয়াজ

করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সংক্রমণ রোধ ও সচেতনতায় এগিয়ে আসলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এম এ নেওয়াজ।

শুক্রবার (১৬ এপ্রিল) বাদ জুমা নগরের হালিশহর থানার রামপুরা বায়তুস সালাম জমা জমাদার প্রকাশ কেতুরা জামে মসজিদে কয়েকশ মুসল্লির মাঝে বিতরণ করলেন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান।

এসময় তিনি করোনা জনসচেতনতায় মুসল্লিদের মাঝে ক্যাপ ও লিফলেট বিতরণ করেন। এর আগে (জুমা নামাজের পর) অসুস্থ কেন্দ্রীয় মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ সকল অসুস্থ এবং করোনাক্রান্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীদের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য মো. এরশাদ চৌধুরী, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আরমান চৌধুরী, মসজিদের মতোয়াল্লী আব্দুল মোতালেব সওদাগর, আলী আকবর, ওয়াসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার আসিফ চৌধুরী, ললিত চৌধুরী, দুর্জয়, আরমানুল হক আরমান, এস.এম সৌরভ, আবদুল্লাহিল তারেক, মওলানা ফরহাদ, মো. ঈমন, মো. সাইদুর, মো. রাকিব, মো. সোওহাদ, মো. রাফি, মো. শাকিব প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!