মসজিদের দানবাক্সের টাকা চুরির সময় হাতেনাতে ধরা যুবক

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদের দানবাক্সের টাকা চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। সোমবার (১২ জুলাই) রাত ১০টায় উপজেলার বড়তাকিয়া জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

পরে এলাকাবাসী তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটক যুবকের নাম মঞ্জুরুল ইসলাম রাহাত (২২)। তিনি উপজেলার ইছাখালী ইউনিয়নের লুদ্দাখালী গ্রামের নজরুল ইসলামের পুত্র।

বড়তাকিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জহিরুল আলম জানান, রাহাত নামের এই ছেলে মসজিদের আশপাশে ঘুরছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে সন্দেহ হয়। তারপর দেখতে পাই মসজিদের দানবক্স নেই। দ্রুত মসজিদের তিন তলায় উঠে দেখি সে দানবাক্স ভাঙার চেষ্টা করছে। এ সময় তাকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছি।

তিনি আরও বলেন, দানবাক্সটি মসজিদের সামনে ঝোলানো থাকে। এক সপ্তাহ পর পর খোলা হয়।

মিরসরাই থানার উপ-পরিদর্শক রাজিব পোদ্দার বলেন, মঞ্জুরুল আলম রাহাত নামের এক চোরকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায়ও একটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!