মরিচা ধরা কর্ণফুলী হাসপাতাল সিলগালা

নেই সরঞ্জাম কিংবা বিশেষজ্ঞ চিকিৎসক

বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া চোখ অপারেশন ও অপারেশন থিয়েটারের সরঞ্জামে মরিচা ধরার অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকার কর্ণফুলী চক্ষু হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচলনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সামশুল তাবরীজ।

জানা গেছে, অভিযানের সময় হাসপাতালের মালিক আওরঙ্গজেব আরু পালিয়ে গেলেও তার স্ত্রী ও ব্যবস্থাপনা পরিচালক শারমিন আকতারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দ সামশুল তাবরীজ বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া চোখ অপারেশন ও অপারেশন থিয়েটারে সারঞ্জামে মরিচা আসার দায়ে অপারেশন থিয়েটারসহ ওয়ার্ড, কেবিনের ৬টি রুমে সিলগালা করা হয়। অভিযানের টের পেয়ে হাসপাতালের মালিক পালিয়ে যায়। হাসপাতালের ব্যবস্থপনা পরিচালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১৪ জন রোগীর টাকা ফেরৎ নিয়ে দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!