মন্ত্রী হাছান মাহমুদকে স্কয়ার থেকে নেওয়া হল বিএসএমএমইউতে

করোনায় আক্রান্ত হওয়া তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হয়েছে। এর আগে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে তাকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে তথ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো।

শুক্রবার (১৬ অক্টোবর) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ল্যাবে নমূনা পরীক্ষায় হাছান মাহমুদের করোনা পজিটিভ রেজাল্ট আসে।

এদিকে রোববার সকালে স্কয়ার হাসপাতালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে দেখতে যান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন জানিয়েছেন, তথ্যমন্ত্রী বর্তমানে সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শেই তিনি হাসপাতালে ভর্তি আছেন।

ড. হাছান মাহমুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া সংসদীয় আসন থেকে টানা তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন। বর্তমান সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি তিনি বন ও পরিবেশ মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!