মধ্যরাতে পটিয়ায় ইউপি মেম্বারের ঘরে ডাকাতি, হামলায় আহত ৩

মধ্যরাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় খালপাড়ে এক ইউপি মেম্বারের ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন ইউপি সদস্য মোহাম্মদ আবু বক্করের স্ত্রী তাসলিমা বেগম, মেয়ে মেহেরুন্নেসা কলি ও চাচী সুফিয়া বেগম। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় স্থানীয় সন্ত্রাসী রমজান আলীর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের ডাকাত দল পটিয়ার কোলাগাঁও ৪ নম্বর ওয়ার্ডে লাখেরা দিঘীর পাড়ার ইউপি মেম্বার মোহাম্মদ আবু বক্করের ঘরে হানা দেয়। এ সময় ডাকাত দল প্রায় ২০ ভরি স্বর্ণসহ নগদ প্রায় ৮০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতির ঘটনার টের পেয়ে বাঁধা দিলে ডাকাতের হামলায় তিনজন আহত হয়।

ডাকাতির ঘটনাটি সন্ত্রাসী রমজান আলীর নেতৃত্বে সংঘটিত হয়েছে বলে দাবি করেছেন গৃহকর্তা কোলাগাও ৪ নম্বর ইউপি মেম্বার মোহাম্মদ আবু বক্কর। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, সন্ত্রাসী রমজান আলী নিজের স্ত্রীকে খুন করে আদালতে স্বীকারোক্তি দেন। দীর্ঘদিন কারাভোগের পর বের হয়ে আবারও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়েন তিনি। তার বাহিনীর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট হয়ে উঠেছে।

আদর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!