মধ্যরাতে কম্বল হাতে ম্যাজিস্ট্রেট, দেখে অবাক শীতে কাঁপা মানুষ

শীতার্ত অসহায় মানুষের খোঁজে মধ্যরাতেও কম্বল হাতে ঘুরে বেড়ালেন চট্টগ্রাম জেলা প্রশাসনের একদল ম্যাজিস্ট্রেট।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ও ছিন্নমূল মানুষের মাঝে শীত নিবারণে কম্বল বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের কম্বল বিতরণে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু হাসান সিদ্দিক। এতে ছিলেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এবং জেলা ত্রাণ কর্মকর্তা সজীব চক্রবর্তী।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় মাঠে নেমে মধ্যরাত ১টা পর্যন্ত কম্বল বিতরণ করেন তারা।

জেলা প্রশাসনের টিম নগরীর কাজির দেউড়ি, জিইসি মোড়, পাচলাইশ, মুরাদপুর, অক্সিজেন ও সিআরবি এলাকায় ছিন্নমূল ও ভ্রাম্যমাণ মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করে।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শীতার্তদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ আগামী দিনগুলোতেও চলবে।

আদর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!