মধ্যরাতের আগুনে হাটহাজারীতে ৬ বসতঘর পুড়ে ছাই

মধ্যরাতের আগুনে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড রংগীপাড়া এলাকার মিয়ার বাপের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাত দেড়টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, সবাই ঘুমিয়ে পড়ার পর রাত দেড়টার দিকে মিয়ার বাপের বাড়ির একটি টিনশেড ঘরে আগুন ধরে যায়। পরে আগুন ছড়িয়ে আরো ৫টি ঘরসহ মোট ৬টি টিনশেড ও মাটির ঘর পুড়ে যায়।

এসময় লোকজনের চিৎকারে আগুন নেভাতে এগিয়ে আসা কয়েকজন প্রতিবেশী আহত হয়েছে। পরে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহজাহান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। এসময় আমার ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হই। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত ও ৮ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

সিএম/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!