মধ্যবিরতির পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ

গত ২০ এপ্রিল প্রথম পর্ব শেষে মধ্যবর্তী দলবদলের জন্য লিগে এ বিরতি দেয়া হয়। ১৮ দিনের মধ্য বিরতি শেষে আজ বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। দ্বিতীয় পর্বের প্রথম দিনে হবে চারটি ম্যাচ। চারটিই ঢাকার বাইরে।

নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে স্বাগতিক বসুন্ধরা কিংস খেলবে গতবারের রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে। নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়ন আবাহনী।

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘের।

লিগের প্রথম পর্ব শেষে ৩৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে নবাগত বসুন্ধরা কিংস। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। শেখ রাসেল ক্রীড়া চক্রের অবস্থান তিন নম্বরে। তাদের পয়েন্ট ২৭।

লিগ বিরতিতে হয়েছে মধ্যবর্তী দলবদল। লিগের ১৩ টি দলই অংশ নিয়েছে মধ্যবর্তী দলবদল প্রক্রিয়ায়। স্থানীয় ও বিদেশি খেলোয়াড় বদলে ক্লাবগুলো বাড়িয়েছে তাদের শক্তি। মধ্যবর্তী দলবদলে ৪১ জন ফুটবলার নতুন করে নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে বিদেশি ফুটবলার আছেন ১৯ জন।

কেবল খেলোয়াড়ই নয়, দ্বিতীয় পর্বে কোচও বদল হয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাদের নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসিকে ছেড়ে দিয়ে ডাগআউটে দাঁড় করাচ্ছে সফিকুল ইসলাম মানিককে। যিনি এর আগেও ছিলেন এ দলের কোচ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে টিভিএস অটো। যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল বাংলা টিভি প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা দেখাবে। তবে কতগুলো খেলা সম্প্রচার হবে তা নিশ্চিত করতে পারেননি বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক। তবে তিনি ঈঙ্গিত দিয়েছেন, শুধু ঢাকার খেলা সম্প্রচার করতে পারে তারা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!