মদ তৈরির সরঞ্জামসহ বিদেশি মদের কারবারিকে ধরলো র‍্যাব মিরসরাইয়ে

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশি ও দেশি মদ এবং মদ তৈরির সরঞ্জামসহ সজল কুমার বৌদ্ধ (৪৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার(২২ ফেব্রুয়ারি) র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, রোববার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় জোরারগঞ্জের হাজিরসরাই এলাকা থেকে সজলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সজল উপজেলার জোরারগঞ্জের হাজিরসাই গ্রামের মৃত কুমোদ বৌদ্ধের ছেলে। জব্দকৃত মালামালগুলোর দাম আনুমানিক ১৪ লক্ষ ৫০ হাজার টাকা।

র‍্যাব জানায়, জোরারগঞ্জের হাজিরসরাই এলাকায় বিপুল পরিমাণ মদ বিক্রির জন্য কিছু লোক অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালায় র‌্যাব। এ সময় সজল কুমার বৌদ্ধকে গ্রেপ্তার করা হয়।

পরে তার সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ১৯৩ বোতল বিদেশি মদ এবং ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার সজল দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে আমদানিনিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে বলেও জানায় র‍্যাব।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!