ভয়াবহ আগুনে রোহিঙ্গা ক্যাম্পের ৭০০ ঘর পুড়ে ছাই

ভয়াবহ এক আগুনে রোহিঙ্গা ক্যাম্পের সাতশ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ও ৯ এর মাঝামাঝি স্থানে ভয়াবহ আগুনের এ ঘটনা ঘটেছে।

সোমবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

এর আগে স্থানীয় ও কিছু রোহিঙ্গা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক এ আগুন লাগার কারণ জানা যায়নি।

সরেজমিনে ঘটনাস্থল ঘুরে করে দেখা যায়, ক্যাম্পের বেশ কয়েকটি ব্লকের আনুমানিক ৫০০-৭০০টি বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও একটি তুর্কি হাসপাতাল পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের বাড়িঘর ও দোকানপাট পুড়ে যাওয়ার পাশাপাশি এনজিওর কয়েকটি ভবনে আগুন লেগেছে। তবে এতে হতাহতের খবর জানা যায়নি।

রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইমদাদুল হক জানান, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় ২ ঘন্টার বেশি সময় চেষ্টার পর নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে।

এদিকে, বাড়িঘর পুড়ে যাওয়ায় হাজার রোহিঙ্গারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পথে পথে ছুটছে। অনেকেই পরিবারসহ স্থানীয় গ্রামগুলোতে ঢুকে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!