ভোটাধিকার হরণের জন্যই ইভিএম

গণসংযোগে মাহবুবের রহমান শামীম

নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, সরকার নির্বাচন কমিশনকে অথর্ব ও দুর্নীতিবাজ প্রতিষ্ঠানে পরিণত করেছে। এই প্রতিষ্ঠানটি এখন জনগণের ভোট রক্ষার জন্য নয়, ভোটচোরদের বৈধতা দানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তারা এখন জনগণের ভোটাধিকার হরণের জন্য ইভিএমকে ব্যবহার করছে। ইভিএম দিয়ে ভোটের ফলাফল পাল্টে দেয়া সম্ভব। ইভিএম হচ্ছে ভোট কারচুপির অন্যতম হাতিয়ার।

সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের ধানের শীষের পক্ষে গণসংযোগ শেষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গণসংযোগ চান্দগাঁও থানার সামনে থেকে শুরু হয়ে ইয়াছিন হাজীর বাড়ি, এক কিলোমিটার, পেটারিপাড়া, হাবিলদ্বার বাড়ি, মীর বাড়ি চৌধুরী স্কুল, খাজা রোড, করমপাড়া হয়ে বসুন্ধরা কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। সেখানে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

মাহবুবের রহমান শামীম আরও বলেন, এ সরকারের মদদে গত এক দশকে দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার পরিণতি দেখে আদালত স্বাধীনভাবে রায় দিতেও ভয় পাচ্ছে। তাই তিন বারের প্রধানমন্ত্রী, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাভোগ করছেন।

গণসংযোগে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেন, ধানের শীষ গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার প্রতীক। আইনের শাসন ফিরিয়ে দেয়ার প্রতীক। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সবচেয়ে জনপ্রিয় নেতা। জনগণ ও ভোট বিএনপির। কিন্তু আওয়ামী লীগের ভোটও নেই, জনগণও নেই। চট্টগ্রাম-৮ আসনের ভোটারেরা বিএনপির সাথে আছে। তাদের অন্তরের ক্ষোভ আর জ্বালা আছে, তারা অপেক্ষা করছে সুযোগের। তাদেরকে সুযোগ সৃষ্টি করে দিতে হবে। ইভিএম মেশিনের ব্যাপারে সাধারণ মানুষের মাঝে স্বচ্ছ ধারণা নেই। নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে ভোটাররা শঙ্কিত। তাই নির্বাচনের আগেই ইভিএমের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, ইয়াছিন চৌধুরী লিটন, সহ-সম্পাদক এসএম জাহাঙ্গির আলম, মৎস্য বিষয়ক সম্পাদক মো. বখতেয়ার, সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, সহ-আপ্যায়ন সম্পাদক আবদুল আজিজ, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, বিএনপি নেতা নুরুল আলম, সুজা চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, আইয়ুব আলী, আফিল উদ্দিন, আইয়ুব খান, আবুল বশর, মো. ইলিয়াছ আলী, আবু বকর, মহিলা দল নেত্রী শাহনেওয়াজ চৌধুরী মিনু, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসএম রব, ম. হামিদ, গোলজার হোসেন, আরিফুল ইসলাম, মোর্শেদ কামাল, এসকান্দর হোসেন, মো. নুরুন্নবী, নাসির উদ্দিন প্রমুখ।

এফএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!