ভোগ্যপণ্য মজুদ করে ৩ ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক চট্টগ্রামে

চট্টগ্রাম নগরীর সিমেন্ট ক্রসিং এলাকা থেকে ভোগ্যপণ্য মজুদ চক্রের তিন ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

ভোগ্যপণ্য মজুদ করে ৩ ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক চট্টগ্রামে 1

এ সময় গুদাম থেকে ২ হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি চিনি এবং ৫০০ কেজি ডাল জব্দ করা হয়েছে। রমজান মাসে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ভোগ্যপণ্য মজুদ করছিল তারা।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে সিমেন্ট ক্রসিং এলাকায় মো. জসিম সওদাগরের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক তিন ব্যবসায়ী হলেন, মো. জসিম সওদাগর, নূরুল্লাহ এবং মো. রাশেদ।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ওই গুদামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুদাম থেকে ২ হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি চিনি এবং ৫০০ কেজি ডাল জব্দ করা হয়। এসব পণ্য গুদামজাতের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তারা মূলত একটা সিন্ডিকেট। বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ীদের কাছ থেকে কম মূল্যে পণ্যগুলো ক্রয় করে রমজান মাসে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করে তারা।

আটক তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!