ভেজাল ঘি ও বেশি দামে আদা বিক্রি, পটিয়ায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পটিয়ায় ভেজাল ঘি, বেশি দামে আদা বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ৮ প্রতিষ্ঠানকে ৯১ হাজার ৬০০টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে পৌরসদরের কামাল বাজার এলাকায় এ অভিযান পরিচালানা করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।

অভিযানে আল মক্কা ট্রেডার্সকে ৪০ হাজার, আল মদিনা স্টোরকে ২০ হাজার, বিসমিল্লাহ স্টোরকে ১০ হাজার, মিলন স্টোরকে ১০ হাজার ও নিউ আল মদিনা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় শহীদ সবুর রোড, আদালত রোড ও স্টেশন রোডের ৩ দোকানিকে ১৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পটিয়া পৌরশহরের ব্যবসায়ীরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান খোলা রেখে ব্যবসা চালাচ্ছে। এ খবর পেয়ে আজ মঙ্গলবার অভিযানে আটটি দোকান থেকে ৯১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। যারা সরকারি আইন অমান্য করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!