ভূমি ব্যবস্থাপনায় হেডম্যান কারবারীদের ভূমিকা অপরিসীম: বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করছে হেডম্যান করবারীরা। নিজ নিজ অবস্থানে থেকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করতে হচ্ছে তাদের।

শুক্রবার (৬ মার্চ) সকালে থানচির হেডম্যান পাড়ায় হেডম্যান ও কারবারীদের সঙ্গে মতবিনিময় সভায় পার্বত্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনায় স্থানীয় হেডম্যান কারবারীদের ভূমিকা অপরিসীম। ভূমি ব্যবস্থাপনায় সরকারের পাশাপাশি হেডম্যান কারবারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম মৃৃদুল,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, ৩৬২ নম্বর থানছি মৌজার হেডম্যান হ্লাফসু, ১৭তম বোমাংরাজার প্রতিনিধি হেডম্যান সাশৈ প্রু প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!