ভুয়া লোগো লাগিয়ে পণ্য বেচে মাদারবাড়ির সিয়াম বেকারি

মোবাইল কোর্টের জরিমানা ২৫ হাজার

চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার সিয়াম ফুড বেকারি বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার করে খাদ্যপণ্য বিক্রি করে আসছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) দুপুর ১২টায় সিয়াম ফুড বেকারিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে মিলেছে এমন তথ্য। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

গালিব চৌধুরী বলেন, সরেজমিনে গিয়ে দেখা যায় সিয়াম ফুড বেকারিতে বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার করে খাদ্যপণ্য বিক্রি করাহচ্ছিল। অভিযানে বেকারি মালিক বিএসটিআইয়ের কোন সনদ দেখাতে পারেনি।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ এর ১৫ ও ২৭ ধারা লঙ্ঘনের অপরাধে সিয়াম বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!