‘ভুল হচ্ছে কোথাও’— বললেন সন্দ্বীপের করোনা পজিটিভ তরুণ (ভিডিও)

চট্টগ্রামের সন্দ্বীপে প্রথম করোনাভাইরাস শনাক্ত হল এক তরুণের শরীরে। তবে গাছুয়া ইউনিয়নের বাসিন্দা ওই যুবকের দাবি, তিনি গত চার মাসে একবারও সন্দ্বীপের বাইরে যাননি। এমনকি লকডাউন শুরুর পর যাননি গ্রামের বাইরেও।

শনিবার (২ মে) চট্টগ্রামে করোনা পরীক্ষার প্রধান ল্যাব ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) সন্দ্বীপের ওই যুবকের নমুনাতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার রাতে ওই যুবক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গত ২৫ তারিখ আমাদের এলাকায় নমুনা সংগ্রহ করতে এসেছিল ডাক্তাররা। সামান্য জ্বর কাশি থাকায় নমুনা দিয়েছি ডাক্তারদের। এর তিন দিন পর হাসপাতাল (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) থেকে আমাকে ফোন করে জানিয়েছে আমার রেজাল্ট নেগেটিভ এসেছে। হঠাৎ করে রাত ১০টা পর থেকে সবাই আমাকে কল দিচ্ছে আমার করোনা পজিটিভ। আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। আর এখন আমার জ্বর-কাশিও নেই। পুরোপুরি সুস্থ আমি। তাছাড়া গত চার মাসে আমি কখনোই সন্দ্বীপের বাইরে যাইনি। লকডাউন শুরুর পর ঘর থেকেও বের হচ্ছি না, গ্রামেরও বাইরেও যাইনি।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!