ভুতুড়ে বিলের তদন্তে ব্যবস্থার শর্তে বিদ্যুৎ অফিস ছাড়লেন গ্রাহকরা

সকাল ১১টা। চন্দনাইশ পল্লী বিদ্যুৎ সমিতির গাছবাড়িয়া কার্যালয়ের সামনে শতাধিক মানুষের ভিড়। সবার হাতে হাতে বিদ্যুৎ বিলের কপি। চেহারায় ভেসে উঠেছে ক্ষোভ। কারণ তাদের প্রত্যেককে ধরিয়ে দেওয়া হয়েছে ভূতুরে বিল। স্বাভাবিকে চেয়ে তিন থেকে পাঁচগুণ বিলও দেওয়া হয়েছে তাদের কাউকে।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিদ্যুতের এমন অস্বাভাবিক বিল নিয়ে ব্যাপক অভিযোগ উঠে গত দুই মাস ধরে অভিযোগের স্তুপ বড় হয়ে গেলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ৷

সোমবার (১৫ জুন) সকালে চন্দনাইশ পল্লী বিদ্যুৎ সমিতির গাছবাড়িয়া কার্যালয়ে তাই আয়োজন করা হয় গণশুনানী।

এ সময় চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর উপস্থিতিতে গ্রাহকরা অভিযোগগুলোর বিস্তারিত উপস্থাপন করেন চন্দনাইশ বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিজিএম প্রকৌশলী রফিকুল ইসলামের কাছে।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০-১৫ জন গ্রাহক শুনানিতে অংশ নেন। এ সময় তারা অস্বাভাবিক বিলের বিরুদ্ধে নানা তথ্য-উপাত্তও উপস্থাপন করেন।

শুনানি শেষে সিদ্ধান্ত হয়, গ্রাহকের অভিযোগ এলাকাভিত্তিক তদন্ত করে নিষ্পত্তি করা হবে।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!