ভুজপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা, আহত ৭

চট্টগ্রামের ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মুসলিমপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলামসহ দুই পক্ষের ৭জন আহত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘জায়গা জমি নিয়ে দুই পক্ষের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে। আমি সকলকে শান্ত থাকার অনুরোধ করেছি। কিন্তু তবুও বড় ঘটনা হয়ে যায়।’

এ ব্যাপারে আহত ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, ‘মিরসরাই উপজেলার কয়লা এলাকার মোঃ শিপন দলবল নিয়ে সকালে আমার বাড়িসহ আরও বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায়। লোকজনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ায় এলাকার লোকজন চর্তুদিক থেকে তাদের ঘেরাও করে মারধর করে। পরে আমি এলাকার লোকজনকে শান্ত করে বহিরাগত লোকজনকে পার করে দিই। আমার উপরও হামলা করেছে তারা।’

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরোয়ার বলেন, ‘দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে আমরা চেষ্টা চালাচ্ছি।’

এএস/ এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!