ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙ্গামাটিতে সাংবাদিক সম্মেলন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙ্গামাটিতে সাংবাদিক সম্মেলন 1চৌধুরী হারুনুর রশীদ (হারুন)রাঙ্গামাটি : এবার ক্যাম্পেইনে রাঙ্গামাটি জেলায় মোট ৮৫ হাজার ১৮৭ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ৫ আগষ্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমান খানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানান, এবার জেলার দুই পৌরসভাসহ মোট দশ উপজেলায় ৬-১১ মাস বয়সী ৯ হাজার ৯৫৩ এবং ১২-৫৯ মাস বয়সী ৭৫ হাজার ২৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি সফল করতে
জেলার মোট ১৩২৫ কেন্দ্রে ২৪১ তদারককারী, ৪২৯ মাঠকর্মী এবং ৩৫৪৬ স্বেচ্ছাসেবি কর্মী দায়িত্ব পালন করবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!