ভিজিডির টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উ থোয়াইচিং এর অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
রবিবার (৫ মে) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন আয়োজিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, দুঃস্থ মহিলাদের সঞ্চয়ী টাকা, উন্নয়ন প্রকল্পের টাকা এবং উন্নয়ন বরাদ্দের খাদ্য শস্যের টাকা আত্মসাৎ করা হয়েছে।
তারা জানান, চেয়ারম্যান সোলার বিতরণের সময় মেম্বারের মাধ্যমে এক থেকে দুই হাজার টাকা করে নিয়েছেন। এছাড়াও ২ বছর মেয়াদী ভিজিডির জন্য পনেরশ থেকে তিন হাজার টাকা নিয়েছেন। ২০১৭ ও ২০১৮ সালের মোট দুই বছরের ভিজিডি কর্মসূচীর ৪৫০ জন উপকারভোগীর ২১ লক্ষ ৬০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি তাদের।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!