ভাড়ার তালিকা না থাকায় জরিমানা খেলো সোহাগ-শ্যামলী এনআর

ঈদ আসলেই বাড়তি ভাড়া নিতে উঠেপড়ে লাগে কিছু অসাধু ব্যবসায়ী। বাস কাউন্টার থেকে শুরু করে জামাকাপড় ও প্রসাধনীর দোকানিরাও বাড়তি দাম আদায় করে ক্রেতাদের কাছ থেকে। এসব অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম নগরীর মিমি সুপার মার্কেট ও দামপাড়া বাস কাউন্টারে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

অভিযানে মোট ৭ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া মিমি সুপার মার্কেটে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করা ও আমদানিকারকের লোগো ছাড়া বিদেশি প্রসাধনী বিক্রি করার দায়ে মিমি সুপার মার্কেটের ৪ দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে দামপাড়ায় ভাড়ার তালিকা প্রদর্শন না করার দায়ে সোহাগ পরিবহনকে ২ হাজার টাকা ও শ্যামলী এন আর ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ঈদের কেনাকাটা ও যাত্রা দুর্ভোগমুক্ত ও সহজ করতে নিয়মিত মাঠে থাকবে জেলা প্রশাসন। যে কোনো ধরনের বাড়তি মূল্য ও হয়রানির বিরুদ্ধে জরিমানা করা হবে।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!