ভাসানচর থেকে সন্দ্বীপে প্রবেশ, জনতার হাতে তিন রোহিঙ্গা জব্দ

চট্টগ্রামের সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার থেকে তিন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। এই তিন রোহিঙ্গা ভাসানচর থেকে সন্দ্বীপে প্রবেশ করতেই স্থানীয়দের হাতে আটক হয়।

শনিবার (৮ মে) সন্ধ্যায় তাদের আটক করে মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে স্থানীয়রা।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘তিন রোহিঙ্গা মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদে আছে। আমাদের একটা টিম সেখানে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানাতে পারবো।’

কিছুদিন আগে সন্দ্বীপের আজিমপুর ইউনিয়ন থেকেও একইভাবে একজন রোহিঙ্গাকে আটক করেছিল স্থানীয়রা।

এআরটি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!