ভাল্লুকের আক্রমণে আহত বৃদ্ধকে হেলিকপ্টারে আনা হল চমেক হাসপাতালে

বান্দরবানের আলীকদমে ভাল্লুকের আক্রমনে পাহাড়ি এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আহত বৃদ্ধের নাম ক্রইলং ম্রো (৬৩)। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আর্মি ক্যাম্পে নিয়ে চিকিৎসা দেন। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা যায়, আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের দুর্গম কনসম ঝিরিতে রোববার (১৪ মার্চ) ভোর ৬টার দিকে ক্রইলং ম্রো’কে ভাল্লুক আক্রমণ করলে তিনি আহত হন। আহত ক্রইলং ম্রো আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুমথং পাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী মেইনপং ম্রো বলেন, ‘ক্রইলং ম্রো প্রায় সময় কনসম ঝিরিতে রাতে মাছ ধরার জন্য জাল ফেলে রাখেন। সকালে জালে আটকা পড়া মাছ নিয়ে আসেন। আজকেও সকালে আটকা পড়া মাছ আনতে যাচ্ছেন। এমন সময় অতর্কিত ভাল্লুক আক্রমণ করলে ক্রইলং ম্রো গুরুতর আহত হয়ে ঝিড়ির পাশে পড়েছিলেন। পরে কনসম পাড়ার লোকজন উদ্ধার করে বোলাই পাড়া আর্মি ক্যাম্পে নিয়ে যায়।’

আহত ক্রইলংকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন আলী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দুপুর ২টার দিকে বান্দরবান থেকে ভাল্লুকের আক্রমনে আহত একজনকে আনা হয়েছে। গুরুতর আহত ওই বৃদ্ধকে ২৫নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!