ভালোবাসার টানে উখিয়া থেকে কুষ্টিয়ায় রোহিঙ্গা তরুণী

কক্সবাজারের উখিয়া থেকে ভালোবাসার টানে কুষ্টিয়ায় চলে গিয়েছিলেন এক রোহিঙ্গা তরুণী। তবে পাঁচ দিনের মাথায় ওই তরুণী ধরা পড়েন কুষ্টিয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হাতে।

উম্মুল খায়ের (২২) নামের ওই তরুণী মিয়ানমারের মংডুর ফজল হকের মেয়ে। মিয়ানমারের সহিংসতার পর সেখান পালিয়ে এসে তরুণীর পরিবার কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের ট্যাংকখালী ১৭ নম্বর ক্যাম্পে বসবাস করছিল।

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ জানতে পেরেছে, তরুণীটি কুতুপালংয়ের ট্যাংকখালী ১৭ নম্বর ক্যাম্পে কাপড়ের ব্যবসা করতেন। কুষ্টিয়ার ওই যুবক সেখানে গেলে একপর্যায়ে তারা ভালোবাসার জালে জড়িয়ে পড়েন। গত ২৫ জানুয়ারি ওই তরুণী যুবকের সঙ্গে কুষ্টিয়া চলে যান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুষ্টিয়া সদর উপজেলার শালদহ গ্রামের একটি বাড়িতে এক রোহিঙ্গা তরুণী অবস্থান করছেন। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে ওই তরুণীসহ সেই যুবককে আটক করা হয়।

রোহিঙ্গা তরুণীটিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!