ভার্জিনিয়া টেক থেকে পিএইচডি পেলেন চট্টগ্রামের দম্পতি

মোহাম্মদ সাব্বির হাসান এবং সায়মা সুলতানা তিথি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তারা অধ্যাপক ড. লিচিং জঙ-এর তত্ত্বাবধানে কম্পিউটেশনাল বায়োলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স ল্যাবে তাদের গবেষণা সম্পন্ন করেন।

ড. হাসান এর গবেষণার বিষয় ছিল মেশিন লার্নিং এবং অন্যান্য এলগোরিদম তৈরি করে হিউম্যান জিনোমে জীনগত পরিবর্তন খুঁজে বের করা— যা ক্যান্সার, অটিজম, এবং অন্যান্য রোগের কারণ ব্যাখ্যা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ড. তিথি গবেষণা করেছেন পরিবেশ থেকে সংগৃহীত নমুনায় নতুন ভাইরাস খুঁজে বের করার বিভিন্ন এলগোরিদম তৈরি করা নিয়ে— যা এই নতুন ভাইরাস কিভাবে রোগের বিস্তার ঘটায় তা ব্যাখ্যা করতে সহায়তা করে। ডিসেম্বর ২০ তারিখে অনুষ্ঠেয় সমাবর্তনে তারা তাদের পিএইচডি ডিগ্রি গ্রহণ করেন।

উল্লেখ্য, ড. সাব্বির হাসান চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক এম নাসিরুল হকের পুত্র। সাব্বির হাসানের স্ত্রী ড. সায়মা সুলতানা তিথি মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহর কন্যা। সাব্বির ও তিথি উভয়ে স্বামী ও স্ত্রী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!