ভারমুক্ত সভাপতি চায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগ

কার্যনির্বাহী কমিটির সভায় আসতে পারে সিদ্ধান্ত

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীকে ভারমুক্ত করে পূর্ণাঙ্গ সভাপতি হিসেবে দায়িত্ব দিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে প্রস্তাব দেওয়ার কথা ভাবছে মহানগর আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে বলে বলে মহানগর আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বিকেল ৩টায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাহতাব উদ্দিন চৌধুরীকে ভারমুক্ত করার প্রস্তাব ছাড়াও নগরের বিভিন্ন ইউনিটে শূন্য পদ পূরণের বিষয়েও বৃহস্পতিবারের কার্যনির্বাহী সভায় আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সম্প্রতি নগরের বিভিন্ন ইউনিটের শীর্ষ পদে থাকা বেশ কয়েকজন নেতার মৃত্যুতে অনেকগুলো পদ শূন্য রয়েছে। নগরের নেতারা মনে করছেন, এতে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়েছে। এসব জটিলতা নিরসনে শূন্য পদগুলোতে নতুন কাউকে দায়িত্ব দেয়ার কথা ভাবছে নগর আওয়ামী লীগের দায়িত্বশীলরা।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন জানান, নগর আওয়ামী লীগের এবারের কার্যনির্বাহী সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলাচনা হবে। সভায় গৃহীত সিদ্ধান্ত ১৬ সেপ্টেম্বর বর্ধিত সভায় চূড়ান্ত হবে।

মাহতাব উদ্দিন চৌধুরীকে ভারমুক্ত করার প্রস্তাব দেওয়ার ব্যাপারে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দলের একজন সিনিয়র নেতা। আমরা তাকে সম্মান দিতে চাই। নেতাকর্মীরা মাহতাব উদ্দিন চৌধুরীকে পূর্ণাঙ্গ দায়িত্বে চান। বিষয়টি নিয়ে কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে প্রস্তাব পাঠানো হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

এর আগে ২০১৭ সালের ১৫ ডিসেম্বর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে নগর আওয়ামী লীগের সভাপতির পদ শূন্য হলে কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছিলেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। ২৫ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নগর কমিটির দায়িত্ব মাহতাবকে দেওয়ার বিষয়টি জানান। সেই থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নগর আওয়ামী লীগের দায়িত্ব সামলে আসছেন মাহতাবউদ্দিন চৌধুরী।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!