আরও দুইটি কার্গো জাহাজ ভারতে রপ্তানি

বাণিজ্যিক প্রসারে ভারতে রপ্তানি হচ্ছে জেএসডব্লিউ লোহগড় ও জেএসডব্লিউ সিংহগড় নামের আরও দুইটি বড় কার্গো জাহাজ। ২০১৫ সালে ভারতের জিন্দাল স্টিল ওয়ার্কস বাংলাদেশের ওয়েস্টার্ন মেরিনকে মোট চারটি জাহাজের কার্যাদেশ দেয়। এর মধ্যে প্রথম ২টি জাহাজ জেএসডব্লিউ রাইগাড় ও জেএসডব্লিউ প্রতাপগড় ২০১৭ সালের অক্টোবর মাসে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) কর্ণফুলী নদীতে ওয়েস্টার্ন ক্রুজ জাহাজে ভারতের জিন্দাল স্টিল ওয়ার্কসকে জাহাজ হস্তান্তর উপলক্ষে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বন্দর সূত্রে জানা যায়, প্রতিটি জাহাজের বিক্রয় মূল্য আনুমানিক ৫০ কোটি টাকা। মোট ৪টি জাহাজের মূল্য প্রায় ২০০ কোটি টাকা। জেএসডব্লিউ লোহগড় ও সিংহগড় জাহাজ দুইটি ৮০০০ ডিডব্লিউটি ধারণ ক্ষমতা সম্পন্ন কার্গো জাহাজ।

জাহাজগুলো ১৩৩০ কিলোওয়াট ও ৯০০ আরপিএম এর দুটি ইয়ানমার মেরিন ইঞ্জিন দ্বারা চালিত। তাই জাহাজগুলো শতভাগ লোডেড অবস্থায় সর্বোচ্চ ১০ নটিকাল মাইল গতিতে চলতে সক্ষম।


এএস/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!