ভারতে চিকিৎসক রত্ন খেতাব পেলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী জনস্বাস্থ্য বিশেযজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়াকে চিকিৎসক রত্ন খেতাব দেওয়া হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগরতলা হোটেল সোনারতরী হল রুমে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ সম্মাননা স্মারক তুলে দেন। ত্রিপুরা রাজ্যের টিভি চ্যানেল হেডলাইনস ত্রিপুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

এছাড়া দেশ বিদেশের আরও যারা ভারতে সম্মাননা পেয়েছেন তারা হলেন- কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডা. কুণাল সরকার, ডা. অরুণা তাঁতি, ডা. শুভজ্যোতি ভৌমিক, ভেলোরের চিকিৎসক দেবাশিস দন্ড, দিল্লি ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডা. কিশলয় দত্ত, হরিয়ানার চিকিৎসক ডা. জয়া দেববর্মণ, লন্ডনের চিকিৎসক ডা. ডি গোলাটি, বাংলাদেশের চিকিৎসক ডা. তুষার মহম্মদ তালুকদার, আমেরিকার ভাইরাস বিশেষজ্ঞ ডা. পর্ণালী ধর চৌধুরী, ত্রিপুরার বিশিষ্ট চিকিৎসক ডা. প্রদীপ ভৌমিক, ডা. তপন মজুমদার ও ডা. সংগীতা চক্রবর্তী।

এছাড়াও মিশনের মহারাজ স্বামী শুভাকারানানন্দ মহারাজ, দেশের প্রখ্যাত ক্রিকেট কোচ সম্বরণ ব্যানার্জী, রাজা প্রদ্যোত কিশোর মাণিক্যকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলকাতার প্রখ্যাত শিল্পী লোপা মুদ্রা, শান্তনু রায় চৌধুরী।

হেডলাইনস ত্রিপুরার সম্পদক শ্রী প্রণব সরকার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলকাতার বিশিষ্ট সঞ্চালক তমালী ঘোষ।

উল্লেখ্য, ডা. বিদ্যুৎ বড়ুয়া ২০২০ সালে মার্চ-এপ্রিল মাসে করোনা ক্রান্তিকালের শুরুতে মাত্র ১৫ দিনে বাংলাদেশের বেসরকারি উদ্যোগে প্রথম করোনা বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন। ২১ জন ভলান্টিয়ার নিয়ে টানা ১৪০ দিন রোগীদের সাথে থেকে কোভিড আক্রান্ত রোগীদের সেবা দিয়ে সুস্থ করে তোলেন। এ সময় চারিদিকে করোনা নিয়ে ভয়ভীতি ও আতঙ্ক কাজ করেছিল। করোনা ক্রান্তিকালে মানুষের সেবায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!