ভাটিয়ারীর পাহাড়ে মদের কারখানা, ১০ হাজার লিটার উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা থেকে মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার লিটার চোলাই মদ জব্দ করেছে র‍্যাব। এ সময় চোলাই মদ তৈরির ৪০ হাজার লিটার উপকরণ উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। এসব চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণের মূল্য আনুমানিক তিন কোটি টাকা।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে ভাটিয়ারী এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মো. বিদ্যুৎ খন্দকার এই এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কামাল ও মামুন নামের দুইজন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানান র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ওই কারখানায় দেশীয় মদ তৈরি করা হচ্ছে। শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে ১০ হাজার লিটার মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

উদ্ধার করা চোলাই মদ ও উপকরণের দাম প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হবে। আটক মো. বিদ্যুৎ খন্দকারকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!