ভবনে একাধিক সিড়ি বাধ্যতামূলক

বহুতল ভবন নির্মাণে নকশা অনুমোদনের আগে কর্তৃপক্ষের পরিদর্শন বাধ্যতামূলক করে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রতিটি ভবনে একাধিক বের হওয়ার পথ বা সিড়ি রাখতে বলা হয়েছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই অনুশাসন দেন। প্রতিটি ভবনের জন্য ফায়ার সার্ভিসের দেওয়া ছাড়পত্র প্রতিবছর নবায়ন করতে হবে। ফায়ার সার্ভিসের লেডারের সংখ্যা বাড়ানো ও বাহিনীর মহড়া করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। ভরাট জলাশয় উদ্ধারের ব্যবস্থা নিতে হবে।

বৈঠকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০১৯ এর খড়সা ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৯ এর ও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলম এ তথ্য জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!