বড় বোনের মৃত্যু, জানাজায়ও যেতে পারেননি আকরাম খান

দেশের ক্রিকেটাঙ্গনে স্বজন হারানোর মিছিল চলছেই। সাবেক, বর্তমান ক্রিকেটারদের একের পর এক আপনজন মারা যাচ্ছেন। সোমবার সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর মায়ের মৃত্যু হয়েছে। এর আগেরদিন মারা যান জাতীয় তারকা নাসুমের মাও। ২৪ ঘণ্টার ব্যবধানে এবার মারা গেলেন সাবেক অধিনায়ক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের বড় বোন সাজলা আলী (ইন্নালিল্লাহি…রাজিউন)। সম্পর্কে তিনি তামিম-নাফিসদের ফুফী হন।

মঙ্গলবার (২৩ জুন) ভোর ৫টায় বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বড় বোনের মৃত্যুর খবরটি জানিয়েছেন আকরাম খান।

তবে আকরাম করোনার কারণে পরিবারের সাথে চট্টগ্রামে থাকায় যেতে পারেননি জানাজায়ও।

৫৫ বছর বয়সী আকরামের বড় বোন ডায়বেটিসজনিত রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরেই। এরই মধ্যে কয়েকদিন আগে পা কেটে অবস্থা আরও জটিল আকার ধারণ করে। বারডেমে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান সাজলা আলী।

আকরাম খান জানান, ‘আমার বড় বোন আজ ভোর পাঁচটায় ইন্তেকাল করেছেন। ডায়াবেটিস ছিল আগে। তিন দিন আগে পা কেটে গিয়েছিল।এরপরে অবস্থা আরো জটিল হয়। ওর নাম সাজলা আলী। বয়স ৫৫ বছর। বারডেমে ভর্তি ছিল। ওখানেই মারা গেছে।’ ‘তিনি আরও জানান, আমাদের অনেক বড় পরিবার, ৭ ভাই ৫ বোন। আজকে মারা যাওয়া বোনের জানাজায় করোনার কারণে যেতে পারিলাম না। আপনাদের সবার কাছে তার জন্য দোয়া প্রার্থী।’

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!