হালিশহরে আগুনে পুড়ে দুই যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকায় মধ্যরাতে একটি ব্যাচেলর কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন। এছাড়া অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২ মার্চ) মধ্যরাত ১টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন- চাঁদপুরের বাসিন্দা জাকির হোসেন (৩৫) ও চান্দিনা কুমিল্লার বাসিন্দা মোহন (৩৫)। এতে আহত হয়েছেন কবীর হোসেন (৫৫) নামের একজন।

আগুনে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের ৮ টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ৮ টি গাড়ি আগুন নিয়ন্ত্রণ কাজ করে। কি কারণে আগুন লাগে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় একজন আহত ও ২ জন নিহত হয়েছে।

তাছাড়া ৬ টি কাঁচা দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে জানা যায়নি। তদন্তের মাধ্যমে জানা যাবে।


আরএ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!