ব্যাংক কমিশন জরুরি: অর্থনীতিবিদ শফিকুর রহমান

ব্যাংক কমিশন গঠন জরুরি বলে মত দিয়েছেন স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ শফিকুর রহমান। বাজেট নিয়ে এক বিশেষ সাক্ষাৎকারে এমন মত ব্যক্ত করেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘ব্যাংক খাতের মাধ্যমে কালো টাকা সাদা করা অধিক যুক্তিযুক্ত। এতে ব্যাংকের তারল্য সংকট কমার সঙ্গে সরকারও লাভবান হবে। একইসঙ্গে বিনিয়োগও বাড়বে। তিনি বলেন, ভ্যাট আইন বাস্তবায়নে যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘প্রয়োজনে ব্যাংক মার্জার বা একীভূতকরণ হতে পারে, তবে তা হতে হবে ব্যাংক কমিশনের সিদ্ধান্তে। পুঁজিবাজার নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ বিনিয়োগকারীদের ভুলে গেলে আমাদের চলবে না।’

প্রসঙ্গত, নতুন অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!