ব্যাংক-এনজিও কর্মকর্তাসহ কক্সবাজারে ৬২ জনের করোনা শনাক্ত

কক্সবাজার জেলায় এসিল্যান্ড, ব্যাংক ও এনজিও কর্মকর্তাসহ আরও ৬২ জনের শরীরে কারোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে মোট ৭১ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। পজিটিভ আসাদের মধ্যে কক্সবাজার জেলার ৬২ জন ছাড়াও অন্যান্য জেলার ৭ জন রয়েছে এবং ২ জন পুরাতন রোগী।

বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১০ টার দিকে এসব তথ্য জানান কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।

তিনি বলেন, নতুন শনাক্তদের মধ্যে কক্সাবাজার সদর উপজেলায় ৪১ জন, উখিয়া উপজেলায় ১০ জন, টেকনাফ উপজেলায় ৫ জন, রামু উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ২ জন, লোহাগড়া উপজেলায় ৫ জন, সাতকানিয়া উপজেলায় ১ জন ও বান্দরবানের ১ জন রয়েছে।

নতুন শনাক্তের মধ্যে টেকনাফ উপজেলায় একজন ব্যাংক কর্মকর্তা ও একজন এনজিও কর্মকর্তা। রামুতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরওয়ার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্ট শাহীন শবনমসহ ৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এছাড়া কক্সবাজারে সদরে শনাক্তদের মধ্যে ঝাউতলা, কলাতলী, ঘোনারপাড়া, নতুন বাহারছড়া, পেশকারপাড়া, নুরপাড়া, হাসপাতাল রোড়, বাহারছড়ার বাসিন্দা।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!