বোয়ালখালীতে স্বামীর সাথে অভিমানে কেরোসিন ঢেলে স্ত্রীর আত্মহত্যা চেষ্টা

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকায় স্বামীর সাথে অভিমান করে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন শারমিন আক্তার নামের এক গৃহিণী। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন স্বামী সাইফুল ইসলামও। আগুনে স্ত্রী শারমিন আকতারের (২৬) শরীরের ৯০ শতাংশ এবং স্বামী সাইফুল ইসলামের (২৮) ১৮ শতাংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। স্বামী-স্ত্রী দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। দুজনের মধ্যে স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ঝগড়ার এক পর্যায়ে স্বামী সাইফুল ইসলামের সাথে অভিমান করে স্ত্রী শারমিন আক্তার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাকে বাঁচাতে ছুটে যান স্বামী সাইফুল। এতে দুইজনই অগ্নিদগ্ধ হন। বৃহস্পতিবার রাত দুইটার দিকে তাদেরকে চমেক হাসপাতালে আনা হয়। অগ্নিদগ্ধ শারমিন আক্তারের অবস্থা আশংকাজনক।

আলাউদ্দিন তালুকদার জানান, সম্প্রতি ওমান থেকে দেশে ফিরেছিলেন স্বামী। এ দম্পতির ৯ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

এ বিষয়ে জানতে বারবার যোগাযোগ করা হলেও মুঠোফোন রিসিভ করেননি বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ।

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!