বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই ২০ বসতঘর

বোয়ালখালী উপজেলার ৪নং সারোয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সর্দ্দার পাড়ায় আগুন লেগে ২০টি ঘর পুড়ে গেছে।

সোমবার (২৮ জুন) ভোর রাত ৩টায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মধ্যরাতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে লোকজন বাইরে বেরিয়ে আসে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই পুড়ে ছাই হয়ে যায় ২০ বসতবাড়ি।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো, নেপাল সর্দার, দয়াল সর্দার, নুপুর সর্দার, ঝুমুর সর্দার, রুপি সর্দার, সুজন সর্দার, রামু সর্দার, কাজল সর্দার, পলাশ সর্দার, টিটু সর্দার, দুলাল সর্দার, বিজয় সর্দার, সুজিত সর্দার, রুবেল সর্দার, রতন সর্দার, রাজু সর্দার, অসিম সর্দার, সঞ্জয় সর্দার ও লিটন সর্দার।

এদিকে সোমবার সকালে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নগদ ৩ হাজার টাকা ও দুটি করে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. বেলাল হোসেন সহ ইউপি সদস্যবৃন্দ।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!