বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে মারা গেলেন দুই শ্রমিক

চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক সংযোগের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত দুই শ্রমিক হলেন- ঠাকুরগাঁও এলাকার বাসিন্দা মোমিনুল (৩০) ও একই এলাকার সবুজ (২০)।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বৈদ্যুতিক খুঁটিতে তার সংযোজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে দুজন মারা যান। এ সময়ে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও এলাকার আমিন (৩০), মেহেদী (৩০) ও ফেরদৌস আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মেহেদীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান দায়িত্বরত চিকিৎসক।

আনোয়ারা থানার উপসহকারি পুলিশ পরির্দশক আরাফাত বিন ইউসুছ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে ৫ শ্রমিকের মধ্যে দুইজন মারা গেছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মুহাম্মদ সাইফুদ্দিন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রায়পুর এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট ৫ জনকে নিয়ে আসা হয় হাসপাতালে। তাদের মধ্যে আগেই দুজন মারা গেছেন। আহত আরও তিনজনের মধ্যে দুজনের চিকিৎসা চলছে। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!