বৈদ্যুতিক গোলযোগে নগরীর দুই স্থানে আগুন

নগরীর দুই স্থানে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় আগুনে পুড়ে গেছে একটি ওষুধের দোকান। অন্যদিকে আকবর শাহ থানা এলাকার নজরুল ইসলামের ভবনের বৈদ্যুতিক মিটারে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোররাত ৩-৪টার দিকে এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার কফিল উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সরওয়ার হোসেনের মালিকানাধীন এসআই মেডিক্যাল নামের একটি ওষুধের দোকানে আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একইসাথে ভোর সোয়া চারটার দিকে আকবর শাহ থানা এলাকার নজরুল ইসলামের ভবনের বৈদ্যুতিক মিটারে আগুন লেগে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
দুইটি স্থানেই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এসআর/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!