ঝাল বেড়েছে কাঁচামরিচের, ৭০ টাকার কেজি ১৪০

শাক-সবজি, মাছ-মাংস থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় খাবারে মরিচের ব্যবহার হলেও বাজারে হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে কাঁচামরিচের দাম বেড়েছে দ্বিগুণ। গত সপ্তাহে যেসব কাঁচামরিচের দাম ছিল ৭০ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ১৪০ টাকা। সোমবার (১৫ জুলাই) নগরীর রিয়াজুদ্দিন বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেল।

রিয়াজুদ্দিন বাজারে কাঁচামরিচ কিনতে আসা রিক্সাচালক কাজেম আলী বলেন, প্রতিদিন এখান থেকে বাজার করি। সোমবার কাঁচামরিচ কিনতে গিয়ে দেখি প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৪০ টাকা। গত সপ্তাহে এককেজি কাঁচামরিচ কিনলাম ৭০ টাকায়। একসপ্তাহ ব্যবধানে মরিচের দাম দ্বিগুণ বেড়ে গেল। শুনে অবাক লাগছে।

রিয়াজুদ্দিন বাজারের এক মরিচ বিক্রেতা বলেন, মূলত বৃষ্টির কারণেই মরিচের দাম এতো বাড়তি। এক সপ্তাহ ধরে বৃষ্টিতে চারদিকে জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে বাজারে কাঁচামরিচ কম আসায় দাম বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি বিক্রি করেছি ৭০ টাকা করে। গতকাল (১৪ জুলাই) বিক্রি করেছি কেজি প্রতি ১২০ টাকা। আজ সোমবার বিক্রি করতে হচ্ছে ১৪০ টাকা করে। যেহেতু বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

নজরুল ইসলাম নামের এক ক্রেতা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, এক সপ্তাহে কাঁচামরিচের দাম যদি দ্বিগুণ বেড়ে ১৪০ টাকা হয় তাহলে আমাদের তো কাঁচামরিচ খাওয়া ছেড়ে দিতে হবে। আমরা খেটে খাওয়া মানুষ। দিনে এনে দিনে খাই। এভাবে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকলে আমাদের তো না খেয়েই দিন কাটাতে হবে। এককেজি মরিচ এতো টাকা দিয়ে কিনতে হলে বাকি বাজার কিভাবে করবো।

আরেক বিক্রেতা বলেন, জলাবদ্ধতার কারণে বাজারে এখন কাঁচা মরিচের ঘাটতি আছে। তাই মরিচের দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। গত সপ্তাহে ছিল ৭০ টাকা আর বর্তমানে এর দাম ১৪০ টাকা।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!