বেশি দামে পণ্য বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা

করোনাভাইরাসের প্রভাবে বাড়তি চাহিদাকে পুঁজি করে অতিরিক্ত দামে হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল মাস্ক, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও তাপ সংবেদনশীল ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করায় দায়ে চট্টগ্রাম নগরের ৪টি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে নগরীর দেওয়ান বাজার ও বন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। দোকানগুলোতে বিভিন্ন ধরনের আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, তাপ সংবেদনশীল ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়।

দেওয়ান বাজারের ডি টি রোডের ৩টি দোকানকে ৩৫ হাজার টাকা এবং বন্দরের কলশি দিঘির পাড় এলাকার হালিম মেডিকেলকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওষুধ ব্যবসায়ীদেরকে সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ওষুধ প্রশাসনের নির্ধারিত মূল্যে বিক্রির তাগিদ দেওয়া হয় এবং সচেতন সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হয়।

এসআর/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!