বেপরোয়া কাউন্সিলর এবার পেটালেন সেই বৃদ্ধার ছেলেকে

‘থানায় মামলা কেন করলি?’

চট্টগ্রামের সাতকানিয়ায় রেশন কার্ড চাওয়ায় ৭০ ব্ছর বয়সী এক বৃদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত করার দুইদিন পর বৃদ্ধার ছেলে নুরুল আলমকেও (৪৫) পিটিয়ে আহত করেছেন পৌর কাউন্সিলর নুরুল হক প্রকাশ নুরুল্লাহ কমিশনার ও তার বাহিনী।

রোববার (১০ মে) সন্ধ্যা ৬ টায় সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদরপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গছে, গত ৮ মে সন্ধ্যায় রেশনের কার্ড চাইতে গেলে বৃদ্ধা আছিয়া খাতুনকে পিটিয়ে রক্তাক্ত করেন কাউন্সিলর নুরুল হক। এ ঘটনায় বৃদ্ধার ছেলে নুরুল আলম বাদি হয়ে সাতকানিয়ায় থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে শুক্রবার রাতে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনে সংবাদ প্রকাশ করা হলে বৃদ্ধার পরিবারের প্রতি আরও বেপরোয়া হয়ে উঠেন কাউন্সিলর নুরুল হক। এর একপর্যায়ে রোববার সন্ধ্যা ৬টায় বৃদ্ধার ছেলে নুরুল আলমকে মামলা প্রত্যাহার করতে এবং সাংবাদিককে কেন মিথ্যা তথ্য দিলেন একথা বলে ঘরের দরজা ভেঙে কাউন্সিলর নুরুল হক ও তার বাহিনী নুরুল আলমকে মারধর করে। এতে তিনি আহত হন।

নুরুল আলমের স্ত্রী রিনা আক্তার বলেন, ‘গতকাল থানায় মামলা কেন করলি— এটা বলে কাউন্সিলর ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন ঘরে ঢুকে আমার স্বামীকে মারধর করে এবং বাড়ির দরজা-জানালা সব ভেঙে ফেলেন তারা। পরে আমি স্থানীয়দের সহযোগিতায় আমার স্বামীকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।’

এ বিষয়ে কাউন্সিলর নুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো সাড়া মেলেনি।

এ বিষয়ে সাতকানিয়া থানার এসআই মাহবুব বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত নুরুল আলমকে সাতকানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা দেখতেছি।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!