চাক্তাইয়ের বেনামি গোডাউনে ২ টন পলিথিন

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনামি গোডাউন থেকে দুই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। নগরীর চাক্তাই ওসমানিয়া গলি এলাকায় এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসীর নেতৃত্বে একটি নামবিহীন গোডাউনে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা চট্টগ্রাম প্রতিদিনকে জানান, সকালে অভিযান চালিয়ে চাক্তাইয়ের ওসমানিয়া গলি এলাকায় নামবিহীন একটি গোডাউন থেকে দুই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়েছে।

এসআর/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!